বাঘায় দুই চিকিৎসকের পর আরও ৫ জনের করোনা পজিটিভ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
বাঘায় দুই চিকিৎসকের পর আরও ৫ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক, বাঘা : করোনার দ্বিতীয় ঢেউয়ে বাঘায় দুই চিকিৎসকের পর আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সেই ৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর আগে ১৪ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ একজন মেডিকেল অফিসারের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সূত্রে জানা গছে, ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ১৬ জনের এন্টিজেন পরীক্ষার পর ৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। গত বছরও এই সময় থেকেই বাঘায় ভয়াবহ রূপ নিতে শুরু করেছিল করোনাভাইরাস। চলতি বছর ফের ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে কোভিড-১৯ পরিস্থিতি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ জানান, গত বছরের ৬ এপ্রিল থেকে পরীক্ষা শুরু করা হয়। সেটা ৩১ জানুয়ারি পর্যন্ত চলমান ছিল। এ বছরের ২০ এপ্রিল পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ২২০ জনের। দ্বিতীয় ঢেউয়ে নতুন সাতজনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাইরে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে উপজেলার তিনজন মারা গেছেন। তারা হলেন- উপজেলার উত্তর গাওপাড়া গ্রামের আব্দুস সোবহান, পাকুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলীম উদ্দীন (৭০)। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মনিগ্রামের মৃত আমজাদ আলীর ছেলে শান্ত হাসান সেন্টু (৩৫)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

  • 137
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে