রাজশাহীতে ওজন বাড়াতে কলিজার ভেতর পানি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১; সময়: ১২:০৪ পূর্বাহ্ণ |
রাজশাহীতে ওজন বাড়াতে কলিজার ভেতর পানি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে ৪টি দোকান মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জরিমানা করে।

জানা গেছে, লক্ষ্মীপুর এলাকায় সনি স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা, সাহেব আলি মাংসের ঘরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দোকানি কলিজার মধ্যে পানি ঢুকিয়ে ওজন বৃদ্ধি করে বিক্রি করছিল। নিউমার্কেট এলাকায় জাহাঙ্গীর কাঁচামালের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার ২ হাজার টাকা ও একই অভিযোগ বাবুর সবজির দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরীর রেলগেট মোড়ে টিসিবির ট্রাক সেলস মনিটরিং করা হয়। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

  • 372
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে