চারঘাটে করোনা প্রতিরোধে তৎপর রয়েছে পুলিশ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
চারঘাটে করোনা প্রতিরোধে তৎপর রয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সরকারী নির্দেশে গোটা দেশ এক সপ্তাহের লকডাউন চলছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। ঠিক তখন নিজের নিরাপত্তার কথা না ভেবে সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রন এবং মানুষকে ঘরে ফেরাতে কাজ করছেন মডেল থানা পুলিশ। যেন প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন পুলিশ সদস্যরা। ষষ্ঠ দিনের লকডাউনে চারঘাট উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন নির্দেশনা ও উদ্যোগ বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে চলেছেন তারা।

সকাল হলেই বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিম্ম আয়ের লোকজন। করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে দিন রাত মাঠে থাকছেন তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাস কোভিড-১৯ এর মোকাবেলায় সর্তকতা অবলম্বন বিষয়ক পরামর্শসহ দু:স্থ ও অসহায় মানুষদের মাস্ক ব্যবহার করা ও সচেতনতা করছেন। উপজেলা ও এলাকাবাসীকে সামাজিক দুরত্ব বজায় না মানার কারনে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নিত্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান পরিচালনা করে জরিমানা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরি।

এছাড়াও সরকারী নির্দেশনা অমান্য করে অহেতুক ঘোরাফেরা ও দোকানপাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ পর্যন্ত ৫জন দোকান মালিককে ৩ হাজার ১ শত টাকা জরিমানা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে চারঘাট বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও সচেতনতা বৃদ্ধিতে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও পুলিশের স্পেশাল ফোর্সসহ সকল সদস্যদের নিয়ে কাজ করতে দেখা গেছে।

  • 198
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে