ভাল আছেন সাংসদ বাদশা

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ৪:৩০ অপরাহ্ণ |
ভাল আছেন সাংসদ বাদশা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শারীরিকভাবে ভাল আছেন। রোববার (১৮ এপ্রিল) দুপুরে ফজলে হোসেন বাদশা নিজে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। রোববার সকাল থেকে রাজশাহীতে গুজব ছড়িয়ে পড়ে যে তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। কেউ কেউ বিষয়টি আরও খারাপভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে থাকেন।

বিষয়টি নিয়ে জানতে দুপুরে ফজলে হোসেন বাদশার সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত সহকারী মইনুদ্দিন আহমেদ রাসেলকে ফোন করেন একজন সাংবাদিকরা। তখন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নিজেই রাসেলের কাছ থেকে ফোনটি নেন। তিনি বলেন, ‘আমি ভাল আছি। রাজশাহীর মানুষের দোয়া আছে। আমার অক্সিজেন নেয়ারও প্রয়োজন নেই। আমি রাজশাহীবাসীর জন্য নিবেদিত প্রাণ, ফিরে এসে এভাবেই থাকতে চাই।’

শরীরে জ্বর আসায় গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন ফজলে হোসেন বাদশা। সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট পেয়ে রাতেই তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় তাঁকে ঢাকায় নেয়া হয়।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটির মহানগর কমিটি। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে বলা হয়, ‘একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব ছড়ানোয় লিপ্ত।’

এতে আরও বলা হয়, ‘আমরা ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটির পক্ষে রাজশাহীসহ দেশবাসীকে অবগত করতে চাই, গণমানুষের নেতা জননেতা ফজলে হোসেন বাদশা বর্তমানে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ্য ও স্বাভাবিক আছেন। আমরা আশা করি- তিনি অতি দ্রুত করোনাকে জয় করে রাজশাহীতে ফিরে এসে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।’

তাই এই বিজ্ঞপ্তিতে ফজলে হোসেন বাদশার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

  • 303
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে