গোদাগাড়ীতে লকডাউনে ইন্সুরেন্স প্রতিষ্ঠানসহ ৯৪ হাজার আর্থিক জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে লকডাউনে ইন্সুরেন্স প্রতিষ্ঠানসহ ৯৪ হাজার আর্থিক জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গার্ডিয়ান ইন্সুরেন্স ও স,মিল খোলা রাখার অপরাধে ভ্রম্যমান আদালতের অভিযানে ১ প্রতিষ্ঠানসহ ১ ৭জনকে ৯৩ হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রম্যামান আদালত।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে ভ্রম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম মাস্ক না পড়ায় ৪জনকে ২হাজার ২০০ টাকা,মুভমেন্ট পাস ছাড়াই বের হওয়ায় ১০জনকে ৩৯ হাজার টাকা এবং সড়কে মোটর সাইকেলে চলাচল করায় ৩জনকে ২হাজার ৫০০ টাকা জরিমানা করেন। মুভমেন্ট পাস ছাড়াই বের হওয়ায় ১৭ জনকে ৪৩হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রম্যামান আদালত।

এদিকে সরকারি আদেশ অমান্য করে অফিসের কার্যক্রম চালানোর দায়ে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সকে ১৮৬০ সালের ১৮৮ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম বলেন সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন সেই সাথে অভিযান চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

  • 92
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে