রাজশাহীতে লকডাউনে পঞ্চম দিনে পুলিশের কড়াকড়ি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ২:২৮ অপরাহ্ণ |
রাজশাহীতে লকডাউনে পঞ্চম দিনে পুলিশের কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের পঞ্চম দিনে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি দেখা গেছে। এদিন মহানগরীর প্রধান সড়কগুলোর পাশাপাশি পাড়া-মহল্লায় প্রবেশ মুখের সড়কেও ছিলো পুলিশের উপস্থিতি।

রাস্তায় বের হওয়া রিকশা-ব্যাটারি চালিত রিকশাসহ সব ধরনের যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন তারা। এসময় যানবাহন না থাকায় অনেককে তিন-চাকার ভ্যান ভাড়া করে যেতে দেখা যায়। তবে বাহিরে বের হওয়া মানুষদের দেখাতে হয়েছে যথার্থ কারন। নাহলে ফিরতে হয়েছে উল্টো পথে।

আর বেলা বাড়ার সাথে সাথে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অযথা বাহিরে বের হওয়া ও স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করা মানুষদের আনা হয়েছে জরিমানার আওতায়।

অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট খোলা রয়েছে। অনেক এলাকার গলির ভেতরে ভ্যানের মধ্যে ফল, সবজিসহ নানা পণ্য বিক্রি হচ্ছে। এসব ভাসমান বাজারের ক্রেতারা মাস্ক পরলেও সামাজিক দূরত্বকে অবহেলা করছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলতি বছরের প্রথম লকডাউন ঘোষণা করে সরকার। সেই সাতদিনের লকডাউনে জনগণের উদাসীনতা দেখেই ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।

 

  • 217
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে