রাজশাহীতে করোনায় ও উপসর্গে তিনজনের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ২:০১ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনায় ও উপসর্গে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।রোববার দুপুর ২টার দিকে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত রোগী আইসিইউতে মারা গেছেন। বাকি দুইজন করোনা ওয়ার্ডের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, করোনা ওয়ার্ডে ৬৬ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ৫১ জন এবং আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালেরর পরিচালক ডা. শামীম ইয়াজদানী জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের তথ্য আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় বরাবর পাঠানো হয়। উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে পরে সেই তথ্য পরবর্তীতে করোনায় আক্রান্তে মৃতদের মধ্যে যুক্ত করা হয়।

  • 408
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে