বাগমারায় জব্বারের অবৈধ দীঘি খনন প্রশাসনের অভিযান

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ১০:০৯ অপরাহ্ণ |
বাগমারায় জব্বারের অবৈধ দীঘি খনন প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে কৃষি জমিতে আব্দুল জব্বারের দীঘি খনন প্রশাসনের অভিযান। আব্দুল জব্বারের বাড়ি বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে। সে উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি এলাকার দুবিলার বিলে প্রায় ৫০ বিঘা জমি জুড়ে সরকারী নিয়ম নীতির কোন তুয়াক্কা না করে অবাধে দীঘি খনন করে আসছিলেন।

এদিকে আবাদী জমিতে দীঘি খনন বন্ধে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও সেটা না মেনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে দীঘির খনন কাজ করে আসছিলেন আব্দুল জব্বার। অবৈধ দীঘি খনন বন্ধে একাধিক ব্যক্তি অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের কাছে।

বৃহস্পতিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে আব্দুল জব্বারের খননকৃত দীঘিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর হাসান। অভিযানে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় দুইটি ভেকুর চালক। এ সময় দীঘির মালিককেও পাওয়া যায়নি।

অভিযানে দীঘির মালিক সহ চালক পালিয়ে থাকায় কোন জরিমানা করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে দুইটি ভেকুর কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

উল্লেখ্য আব্দুল জব্বার উপজেলার সর্বোচ্চ সংখ্যক দীঘির মালিক। বর্তমানে ছোট-বড় মিলে শতাধিক দীঘি আছে তার দখলে। প্রশাসনকে তোয়াক্কা না করে জোর পূর্বক দীঘিগুলো খনন করেন তিনি।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে দীঘি খনন করার অভিযোগে খনন কাজ বন্ধ করা হয়েছে। দীঘির মালিক সহ চালকরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কোন প্রকার আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। সরকারী নিষেধ অমান্য করে কোন ব্যক্তি যদি আবাদী জমিতে দীঘি খনন করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে