রাজশাহী বিভাগজুড়ে মোট ২৫ হাজার ৩৮০ মানুষ করোনা আক্রান্ত, সুস্থ ৭৪ জন

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১; সময়: ১১:০৪ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগজুড়ে মোট ২৫ হাজার ৩৮০ মানুষ করোনা আক্রান্ত, সুস্থ ৭৪ জন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগ জুড়ে ২৯ হাজার মানুষের মাঝে ছাড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এ নিয়ে বিভাগে আট জেলায় করোনা ধরা পড়ল ২৯ হাজার ১৩ জনের। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, বিভাগজুড়ে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪২৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত্যুর খবর নেই। এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ২৫ হাজার ৩৮০ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ হয়েছেন ৭৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের ৯৮ জন বিভাগে করোনার হটস্পট বগুড়ার বাসিন্দা। বগুড়ায় এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১০ হাজার ৮৬ জনের। বিভাগে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। এ জেলায় করোনায় মারা গেছেন ২৬৯ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। করোনায় মৃত্যু ও সুস্থ হওয়ার সর্বোচ্চ রেকর্ডও বগুড়ায়।

রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ৭ হাজার ৩১৯ জনের। এর মধ্যে গত ২৪ এক দিনে করোনা ধরা পড়েছে ৮০ জনের। এ জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। করোনাজয় করেছেন জেলার ৬ হাজার ১৮০ জন। নওগাঁর করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৯৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ জন। এ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২১ জন। ৯ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে সিরাজগঞ্জে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫২ জন। এই জেলায় ১৮ জনের প্রাণ নিয়েছেন করোনা।

নাটোরে এ পর্যন্ত ১৫ জনের প্রাণ নিয়েছে করোনা। এ জেলায় করোনা ধরা পড়েছে এক হাজার ৪০৯ জনের। করোনাজয় করেছেন নাটোরের এক হাজার ১৩৩ জন।

এ পর্যন্ত চাপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৮৭৬ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ জন। এছাড়া ৮১৬ জন করোনাজয় করেছেন। পাবনায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭৭১ জন। এ জেলায় করোনায় মারা গেছেন ১২ জন।

বিভাগে মৃত্যুহারে সবার নিচে জয়পুরহাট। এ জেলায় করোনায় মারা গেছেন ১১ জন। তবে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৯৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৩৮০ জন।

  • 292
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে