‘সবার মুখে হাসি’ নিয়ে এলো ‘রমাদান ফর এভরিওয়ান’

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১; সময়: ৭:৫১ অপরাহ্ণ |
‘সবার মুখে হাসি’ নিয়ে এলো ‘রমাদান ফর এভরিওয়ান’

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীতে স্থবির হয়ে পড়েছে জাতীয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। এই স্থবির অর্থনীতির সবচেয়ে বড় শিকার হচ্ছেন নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষ। আসন্ন রমজানও তাদের জন্য হতে চলেছে দুর্বিষহ।

এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়ে অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন ‘সবার মুখে হাসি’ নিয়ে এসেছে ‘রমাদান ফর এভরিওয়ান’ শীর্ষক ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমজানের সেহেরী এবং ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এ লক্ষ্যে একমাস যাবত অনুদান সংগ্রহ করে যাচ্ছে ‘সবার মুখে হাসি’। ইতোমধ্যেই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জরুরী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকের অনুমতি পেয়ে গেছে সংগঠনটি। প্রথম রমজান (১৪ এপ্রিল) থেকেই শুরু হয়েছে তাদের বিতরণ কার্যক্রম। প্রথম পর্যায়ে ১০০ পরিবারের মাঝে সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইভেন্টির সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে রয়েছেন হোস্ট সিফাত, সাইয়ান, রুদ্র, ইমন, সাদমান, জারিন, সাবিহা, তানজিলা, নিলয়, তানবিনসহ একটি তরুণ স্বেচ্ছাসেবক দল ।

‘সবার মুখে হাসি’র সংশ্লিষ্টরা জানান, তাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে চাইলে অথবা ইভেন্টটি সম্পর্কে নিয়মিত আপডেট জানতে চাইলে তাদের ফেসবুক পেজ ‘সবার মুখে হাসি’ অথবা তাদের ইভেন্ট ‘রমাদান ফর এভরিওয়ান’ এর সাথে যুক্ত হতে পারবেন যে কেউ।

  • 431
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে