রাজশাহীতে চলছে কঠোর লকডাউন

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১; সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ |
রাজশাহীতে চলছে কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক : সরকারি ঘোষণা অনুযায়ী রাজশাহীতে চলছে কঠোর লকডাউন।ওষুধসহ নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে।রাজশাহীতে সকাল থেকেই মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসনের সদস্যরা।রাজশাহীতে মোড়ে মোড়ে পুলিশের টিম টহল দিচ্ছে।গুরত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে বাহিরে আসা মানুষদের তল্লাশী চালাচ্ছে তারা। এছাড়া রাস্তায় রাস্তায় চলাচলরত যানবাহনগুলো থামিয়ে তল্লাশী করা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মূল শহরের প্রবেশপথে চারটি বড় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ২৫টি টহল পুলিশ টহল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। এক্ষেত্রে বাইরে আসা জনসাধারণ সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে তাদের জরিমানা করা হচ্ছে। বিশেষ করে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের জরিমানা করা হচ্ছে।

 

  • 397
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে