রাসিক মেয়রের সাথে বঙ্গবন্ধু গেমস্ বক্সিং-কুস্তিতে পদকপ্রাপ্তদের সাক্ষাত

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১; সময়: ৯:৫৭ অপরাহ্ণ |
রাসিক মেয়রের সাথে বঙ্গবন্ধু গেমস্ বক্সিং-কুস্তিতে পদকপ্রাপ্তদের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০ এর বক্সিং ও কুস্তি প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ও বিজয়ী খেলোয়াড়রা।। মঙ্গলবার রাত ৮টায় নগর ভবনে মেয়র মহোদয়ের সৌজন্য সাক্ষাত করেন তারা। এ সময় মেয়র তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

রাসিক মেয়রের সাথে পদক ও সার্টিফিকেট নিয়ে সৌজন্য সাক্ষাত করেন বক্সিং প্রতিযোগিতায় রৌপ্য পদক পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের খেলোয়াড় আল সানি। সাক্ষাতকালে তার সাথে ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ম্যানেজার জয়েল আহমেদ, কোচ মোহাম্মদ হাফিজ।

এদিকে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ এর কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজশাহী জেলা দলের কৃতি খেলোয়াড়রা পৃথকভাবে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

তারা হলেন, কুস্তি প্রতিযোগিতায় ৫৭ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক অর্জনকারী রেজিয়া সুলতানা বিউটি, ৬৮ কেজি ওজন শ্রেণীতে ৩য় স্থান অর্জনকারী নাসরিন আকতার, ৫৭ কেজি ওজন শ্রেণীতে ৩য় স্থান অর্জনকারী তাসলিমা, ৭৬ কেজি ওজন শ্রেণীতে ৩য় স্থান অর্জনকারী শারমিন সুলতানা সঙ্গীতা, ৬৬ কেজি ওজন শ্রেণীতে ২য় স্থান অর্জনকারী মিরাজ আহমেদ, অংশগ্রহণকারী খেলোয়াড় ফারহানা ফায়া ও কোচ মেহেদী হাসান দিপু।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে