নিরাপত্তা চৌকি রাজশাহীর থানাগুলোতেও

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ৭:৩৩ অপরাহ্ণ |
নিরাপত্তা চৌকি রাজশাহীর থানাগুলোতেও

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তাহীনতার আশঙ্কায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানাগুলোতেও নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। সোমবার রাজশাহী নগরীর ১২টি থানায় নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। রাজশাহীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহারসহ নতুন সবগুলো থানাকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় হেফাজতে ইসলাম তাণ্ডব চালাচ্ছে। থানায়ও হামলা চালাচ্ছে। রাজশাহীতেও এ ধরনের হামলার আশঙ্কা থেকেই নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি চৌকিতে লাইট মেশিনগান (এলএমজি) নিয়ে পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন।

এদিকে থানাগুলোতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু করায় আশপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছেন, থানা পুলিশই যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে? আবার অনেকেই বলছেন, এ ধরনের হামলার ঘটনা রাজশাহীতে ঘটার কোনো সুযোগ নেই। পুলিশ প্রশাসন সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে রাজশাহীতেও নিরাপত্তা সৃষ্টি করেছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জসহ আরও কতগুলো থানায় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • 631
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে