রাজশাহীর মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
রাজশাহীর মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক : লকডাউন ও রমজান মাসকে সামনে রেখে রাজশাহীর বিপণিবিতান, কাঁচাবাজার ও নিত্যপণ্যের বাজারগুলোতে বাড়ছে ক্রেতা। নগরীর বাজারগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে মানুষের উপচে পড়া ভিড়। সোমবার সকাল থেকেই নগরীর রাস্তাগুলোতে ছিল যানজট। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ক্রেতারা ভিড় করছেন বিপণিবিতানগুলোতে। তবে কোনো স্থানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সকলের মাস্ক ব্যবহারও নিশ্চিত করা যাচ্ছে না।

সোমবার নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, নিউমার্কেট, কোর্টবাজার, মাস্টারপাড়া, গণকপাড়া, কাপড়পট্টি ও আলুপট্টিসহ গুরুত্বপূর্ণ এলাকার মার্কেট, শপিংমল ও শো-রুমগুলোয় ক্রেতার উপচেপড়া ভিড় দেখা যায়। কয়েকজন ক্রেতা জানান, সামনে কঠোর লকডাউন আসছে, সেসময় বাইরে বের হওয়ায় কঠোর বিধিনিষেধ থাকছে। সেজন্য তারা আগেভাগে জিনিসপত্র কিনে রাখছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদের আগে মার্কেটগুলো খোলা হবে কি-না এমন শঙ্কা থেকেও ক্রেতারা ঈদের কেনাকাটা করে রাখছেন।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ এবং রমজানের আগে মুহূর্তে তাদের বেচাকেনা বাড়ে। কিন্তু সাধারণ লকডাউনের কারণে গত কয়েকদিন তেমন কোনো ক্রেতা ছিলো না। বুধবার থেকে কড়াকড়ি লকডাউন আসবে এমন খবরের পর থেকে কয়েকগুণ ক্রেতা বেড়েছে।

মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবং সকলকে সচেতন করতে কাজ করছে রাজশাহী জেলা প্রশাসন ও নগর পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

রাজশাহী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, জেলা প্রশাসন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মার্কেটসহ সর্বত্র মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে