পুঠিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ৪:১৫ অপরাহ্ণ |
পুঠিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় আউশ প্রণোদনায় ১ জন কৃষক এক বিঘা আউশ চাষের জন্য ৫ কেজি উপশি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং একটি কম্বাইন হারভেস্ট বিতরণ করা হয়। পুঠিয়া উপজেলায় মোট ৩৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা দেওয়া হয়।

সোমবার সকালে পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই প্রণোদনা দেওয়া হয়।

সে সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা কৃষি অফিসার মোসাঃ শামসুন নাহার ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় সরকারসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে