সড়ক প্রশস্তকরণসহ উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১; সময়: ৮:৫৯ অপরাহ্ণ |
সড়ক প্রশস্তকরণসহ উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর ৪নং ওয়ার্ডে সড়ক ফোরলেন ও টু লেনে উন্নীতকরণ, প্রাইমারি ও টার্শিয়ারী ড্রেন ও ফুটপাত নির্মাণসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রোববার বিকেলে বুলুনপুর রেন্টুর খড়ির আড়ৎ হতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত এবং কোর্ট হতে পশ্চিম শহরতলী ক্লাব পর্যন্ত কার্পেটিং রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র।

এ সময় কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন ও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে রাসিকের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে বুলুনপুর রেন্টুর খড়ির আড়ৎ হতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত ৫২৬ মিটার ফোরলেন রাস্তা, মাঝে ৪ ফুট আইল্যান্ড, বামপাশে প্রাইমারি ড্রেন, ডানপাশে টার্শিয়ারী ড্রেন, উভয়পাশে ৬.৫ ফুট ফুটপাত এবং কোর্ট হতে পশ্চিম শহরতলী ক্লাব পর্যন্ত টু লেন রাস্তা, মাঝে ৪ ফুট আইল্যান্ড, হাইটেক পার্কের পাশে ২৫ ফুট লেক, ২৪ ফুট ফুটপাত ও বিপরীত পাশে ৫ফুট ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে।

 

  • 90
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে