গোদাগাড়ীতে কেজি স্কুলে কোচিং করানোয় ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১; সময়: ৮:৫২ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে কেজি স্কুলে কোচিং করানোয় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : লকডাউন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর গোদাগাড়ীতে নুরানী কিন্ডারগার্টেন স্কুলে কোচিং করানোর দায়ে পরিচালক আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে পৌর এলাকার শ্রীমন্তপুরে নুরানী কিন্ডারগার্টেন স্কুলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম।
এসময় কিন্ডারগার্টেন পরিচালক আব্দুল খালেককে দন্ডবিধির ১৮৬০ সালের ১৮৮ ধারায় সরকারি নির্দেশ অমান্য করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম বলেন, আগামীতে কিন্ডারগার্টেন স্কুল ও কোচিং বন্ধ রাখতে কঠোর নির্দেশনা ও সতর্ক করে দেওয়া হয়েছে।

 

  • 243
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে