করোনায় মারা গেলেন রাজশাহী নিউ ডিগ্রির সাবেক উপাধ্যক্ষ

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১; সময়: ১:৩৯ অপরাহ্ণ |
করোনায় মারা গেলেন রাজশাহী নিউ ডিগ্রির সাবেক উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে মারা গেলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে মারা যান তিনি।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত এক সপ্তাহ আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তিন দিন আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় মারা গেছেন তিনি।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. অলীউল আলম জানান, প্রফেসর আব্দুর রাজ্জাক ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারিতে উপাধ্যক্ষ হিসেবে অবসর নেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জে হলেও তিনি সপরিবারে নগরীর বিনোদপুর এলাকায় থাকতেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নিউ ডিগ্রি কলেজ পরিবার শোকাহত।

  • 1.1K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে