রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত মিজান হ্যান্ডবল কোচ ছিলেন

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১; সময়: ১০:১৮ অপরাহ্ণ |
রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত মিজান হ্যান্ডবল কোচ ছিলেন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ছুরিকাঘাতে মিজানুর রহমান নামের এক আনসার সদস্য খুন হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরীর হেতেমখাঁ নেসকো অফিসের পিছনে ছুরিকাঘাত করা হলে তার বন্ধুরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান মিজান হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। মিজান সখিপুর আনসার বাহিনীর সদর দপ্তরে কর্মরত এবং হ্যান্ডবলের জুনিয়ার কোচ ছিলেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় হেতমখাঁ এলাকার মাধব নামের এক বন্ধু তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার অপর তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে মাধব পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • 465
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে