রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে আনসার সদস্যসহ নিহত ২

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১; সময়: ৮:৪২ অপরাহ্ণ |
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে আনসার সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে আনসার সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। রাজশাহীতে বন্ধুর হাতে আনসার সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জে এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন।

রাজশাহী মহানগরীর হেতম খাঁ বিদ্যুৎ ভবনের পাশের গলিতে এক আনসার সদস্যকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিজানুর রহমানের বাড়ি নগরীর হেতম খাঁ সবজিপাড়া এলাকায়। তিনি টাঙ্গাইলের সখিপুরে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। সেখানে তিনি আনসার হ্যান্ডবল টিমের জুরিয়ার কোচ ছিলেন। তার বাবার নাম মোহাম্মদ মিন্টু মিয়া। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় বন্ধুদের সাথে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়।তখন হেতম খাঁ এলাকার মাধব নামের তার এক বন্ধু কথা কাটাকাটির পর ছুরি নিয়ে এসে উপর্যপুরি ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করে।এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মাধব পলাতক রয়েছে। সে হেতম খাঁ এলাকার মদনের ছেলে।তবে কি কারণে তাকে হত্যা করা হলো তা জানতে চেষ্টা করছে পুলিশ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাপাইপাড়া এলাকায় ১০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছুরিকাঘাতে ১ ফার্মেসি মালিক নিহত হয়েছে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের ৯ নং ওয়ার্ডের নামোশংকরবাটি ঝাপাই পাড়ার আশরাফুল হকের ছেলে হৃদয় হাসান (২৭)।

নিহতের ছোটভাই রাজন ও তার বন্ধু জানান, শনিবার মাগরিবের নামাজ শেষে এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজন নামে ১ বখাটে কথা কাটাকাটির এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করে হৃদয়কে। ছুরি মেরেই পালিয়ে যায় ঘাতক সুজন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে জানান, ছুরিকাঘাত করা হয়েছে ১ যুবককে। হাসপাতালে আসার পর মারা যায় হৃদয়। তদন্ত সাপেক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিহতের আত্মীয় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসআই সোহেল রানাসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাপাইপাড়া এলাকায় ১০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছুরিকাঘাতে ১ ফার্মেসি মালিক নিহত হয়েছে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের ৬ নং ওয়ার্ডের নামোশংকরবাটি ঝাপাই পাড়ার আশরাফুল হকের ছেলে হৃদয় হাসান (২৭)।

নিহতের ছোটভাই রাজন ও তার বন্ধু জানান, শনিবার মাগরিবের নামাজ শেষে এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজন নামে ১ বখাটে কথা কাটাকাটির এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করে হৃদয়কে। ছুরি মেরেই পালিয়ে যায় ঘাতক সুজন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে জানান, ছুরিকাঘাত করা হয়েছে ১ যুবককে। হাসপাতালে আসার পর মারা যায় হৃদয়। তদন্ত সাপেক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিহতের আত্মীয় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসআই সোহেল রানাসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

 

  • 352
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে