রাজশাহীতে হরিজন পল্লীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১; সময়: ১১:১৫ অপরাহ্ণ |
রাজশাহীতে হরিজন পল্লীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর হরিজন সম্প্রদায়ের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে সামাজিক কল্যাণ সংস্থা, বারসিক ও লফস এর যৌথ উদ্দ্যোগে রাজশাহীর চিড়িয়াখানা বেতিয়া পাড়ায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলীর নেতৃত্বে বাসায় বাসায় গিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। এসময় করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে বাচঁতে সকলকে সরকারের দেয়া কঠোর নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। মহামারির এ প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে পারিবারিক সুরক্ষার তাগিদ দেওয়া হয়।

উপস্থিত ছিলেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, ভলেন্টিয়ার আশিক, তাপস কুমার দাস, শ্রী বিপুল কুমার প্রমুখ।

  • 114
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে