রাজশাহীর নওহাটায় করোনা রোধে পুলিশের উদ্বুদ্ধকরণ সভা ও মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর আরএমপি পবা থানায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে পুলিশের উদ্যোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসুচিতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার পবা থানায় ও নওহাটা বাজারের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মজিদ আলী বিপিএম।
বিশেষ অতিথি ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, কাউন্সিলর দিদার হোসেন ভুলু ও আজিজুল হক, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দিন, সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন পবা থানা অফিসার ইন চার্জ শেখ মো. গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন নওহাটা বাজার বনিক সমিতির সহসভাপতি রেজওয়ানুল হক পিনু মোল্লা, আওয়ামী লীগ নেতা শেখ ফরিদসহ এলাকার গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং পুলিশসদস্য।
এ সময় যেসব পথচারী মাস্ক পরেনি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন থানা পুলিশের প্রচারণা টিম। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। অফিসার ইন চার্জ শেখ মো. গোলাম মোস্তফা বলেন, করোনা সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
42