জনতা ব্যাংকের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১; সময়: ৯:২৯ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জন্মশতবার্ষিকী পালন করেছে জনতা ব্যাংক রাজশাহী। গতকাল বুধাবার নগরীর আলুপট্টি মোড়ে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
পথসভা শেষে রাজশাহী কলেজে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ডিজিএম তাপস কুমার মজুমদার, সহকারী মহাব্যবস্থাপক সফিকুর রহমান, নুর আলম, কর্পোরেট শাখার ইনচার্জ সঞ্জয় কুমার মৈত্র, এ সময় রাজশাহীর বিভিন্ন স্তরের কর্মকর্তা নুর সাফিনা বেগম, মোজাম্মেল হক, সোহেল সারওয়ার , আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতির পিতার অসম সাহস, ত্যাগ ও মহত্বের কথা উল্লেখ করে তাঁর আদর্শে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করে রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
7