বাগমারায় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ

প্রকাশিত: মার্চ ৯, ২০২১; সময়: ১:০৭ অপরাহ্ণ |
বাগমারায় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর দপ্তর হতে সুল্প সুদে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সমবায় দপ্তরের মাধ্যমে সুবিধ ভোগীদের মাঝে এই ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের কার্যালয়ে আশ্রয়ন প্রকল্প ফেজ-২ এর আওতায় ঝিকরা ইউনিয়নে বসবাসরত ৪৩ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। সল্প সুদে ঋণ নিয়ে তারা যেন সাবলম্বী হতে পারে এই উদ্দেশ্যে সরকার তাদেরকে ঋণ প্রদান করছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুর রহমান, সমবায় দপ্তরের পরিদর্শক খাইরুল ইসলাম, মাইনুল ইসলাম প্রমুখ। ঝিকরা ইউনিয়নে বসবাসরত ৪৩ জন সুবিধাভোগীর মাঝে সর্বমোট ১১ লাখ ৬৫ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

 

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে