বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: মার্চ ৮, ২০২১; সময়: ৪:১১ অপরাহ্ণ |
বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : “করোনাকালে নারী নেতৃত্ব , গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাগমারায় মহিলা বিষয় অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।

একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্র্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কোহিনুর বানু, মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষক রবিউল ইসলাম।

অপরদিকে বাগমারা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীর সভাপতিত্বে ও (ইএএলজি) প্রকল্পের ড্রিষ্টিকবার্ট ফ্যাসিলিটেটর আবু হেনা মোস্তফা কামাল এর পরিচালনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে