৭ মার্চের ভাষণকে ধারণ করেই লুটপাট বন্ধের শপথ নেয়ার আহবান

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ১১:২৩ অপরাহ্ণ |
৭ মার্চের ভাষণকে ধারণ করেই লুটপাট বন্ধের শপথ নেয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণকে ধারণ করেই লুটপাট বন্ধের শপথ নেয়ার আহবান জানিয়েছে আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব।

রোববার বিকাল ৪ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ভাষণের দিনটিক যথাযোগ্য মর্যাদায় পালন করতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান।

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই”র সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশের আপামর জনসাধরণকে সংঘবদ্ধ করেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়ার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন। আহবান জানান বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার।

প্রায় ১৮ মিনিটের উদ্দীপ্ত ওই ভাষণের ফলেই অর্জন হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়। সেই স্বাধীন সোনার বাংলাদেশ দিনে দিনে লুটেরাদের দখলে চলে যাচ্ছে। অবিলম্বে দেশে সকল লুটেরাদের রুখতে আবারো জনগণকে সংঘবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের যুগান্তকারী ওই ভাষণকে ধারণ করেই লুটপাট বন্ধের শপথ গ্রহণ করতে হবে।

এদিনের আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য আব্দুল মাজেদ, রাকিবুল হাসান শুভ, সাগর নোমানী, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, হানিফ চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে