মোহনপুরে পুলিশের আনন্দ উদযাপন

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ৮:৫৮ অপরাহ্ণ |
মোহনপুরে পুলিশের আনন্দ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় রাজশাহীর মোহনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ইং মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়েছে।

রোববার বিকালে মোহনপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে এ আনন্দ উদযাপন করা হয়। আলোচনা সভায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, মোহনপুরে মুক্তিযুদ্ধারর সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্ভব শক্তির ভিতর থেকে ৭ মার্চের ভাষণ দিয়েছেন। যার ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বর্তমান বাংলাদেশের যে অর্জন তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনার অবদানের প্রতিফলন। শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক, রাজনীতিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পরে সন্ধ্যায় শাপলা কালচার স্কুল এর শিল্পী ও মোহনপুর থানা পুলিশের নিজস্ব শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে