রাজশাহী জেলা যুবলীগের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |
রাজশাহী জেলা যুবলীগের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে রাজশাহী জেলা যুবলীগ। রোববার সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টার দিকে নগরীর লক্ষীপুরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলি নিবেদন করে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল সাড়ে দশটায় রাজশাহী জেলা যুবলীগের কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।

সভায় বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলার সাধারণ সম্পাদক সালিম উদ্দিন, সভাপতি শফিকুল ইসলাম মিঠু, গোদাগাড়ী পৌর যুবলীগের সভাপতি আধ্যাপক আকবর আলী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম, পবা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক ওয়াসীম রেজা লিটন, মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, মাসুম আল রশীদ, সেজানুর রহমান, প্রচার-সম্পাদক ইঞ্জিঃ রফিকুরজ্জামান, দপ্তর-সম্পাদক মিজানুর রহমান পল্লব।

এরপর বিকাল তিনটায় ঐতিহাসিক ৭ই মার্চের আলোচলা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি বেলাল হোসেন সরকার, মাহমুদ হাসান ফয়সল, মোজাহিদুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন।

সভায় সভাপতির সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আবু সালেহ। সভায় রাজশাহী জেলা যুবলীগের সকল নেতাকর্মীর উপস্থিতিতে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

  • 333
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে