রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: মার্চ ৬, ২০২১; সময়: ৯:৪৫ অপরাহ্ণ |
রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৭ দফা দাবিতে ব্যবসায়ী ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে জননেতা মাদার বখশ্-ভাষাসৈনিক মনোয়ারা রহমান পরিবারের এ সদস্য বলেন, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিটি খুবই যৌক্তিক। করোনা নিয়ে বিশ^্যব্যাপী তামাশা শুরু হয়েছে। বাংলাদেশেও এ তামাশা জোরদার গতিতে চলছে। আজকে সবকিছু খুলে দেয়া হয়েছে, অথচ শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। মাথা ব্যথার ওষুধ কী মাথা কেটে ফেলা? নিশ্চয় না। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সময়ের দাবি।

ব্যবসায়ী নেতা মাসুদুর রহমান স্বজনের পরিচালনায় অনুষ্ঠিত এ দিনের মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি ফৌজদার শফিকুল ইসলাম, সহ-সম্পাদক এবিএম মনোয়ার সুলতান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাহউদ্দিন মিন্টু, আইন সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা প্রমুখ।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে