আইডিইবি’র গতিশীলতা বৃদ্ধির লক্ষে বিভাগীয় সাংগঠনিক সাধারণ সভা

প্রকাশিত: মার্চ ৬, ২০২১; সময়: ৬:৫৭ অপরাহ্ণ |
আইডিইবি’র গতিশীলতা বৃদ্ধির লক্ষে বিভাগীয় সাংগঠনিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সফর উপলক্ষে সাংগঠনিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষে সংগঠনের রাজশাহী কার্যালয়ে অনুষ্ঠিত এ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান।

আইডিইবি রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেনিক আইডিইবির উপদেষ্টা প্রকৌশলী আব্দুল গফুর, কেনিক আইডিইবির স্ট্যাডি এন্ড রিাসর্স সেলের কো-চেয়ারম্যান প্রকৌশলী তাজুল ইসলাম, কেনিক আইডিইবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নওশের আলী ও প্রকৌশলী খাইরুল ইসলাম।

অতিথি ছিলেন কেনিক আইডিইবি (রাজশাহী অঞ্চল) সহ-সভাপতি প্রকৌশলী কবির উদ্দিন, কেনিক আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুন নুমান, আইডিইবির ঢাকা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, কেনিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সহসভাপতি প্রকৌশলী আব্দুস সালাম, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম ও কেনিক প্রাইভেট সেক্টর ডি: ই: ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন পাটোয়ারী।

প্রকৌশলী মশিউর রহমান ও প্রকৌশলী আনোয়ারা খাতুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শাহীদ সোহরাওয়ার্দী। উপস্থিত ছিলেন কেনিক আইডিইবির কাউন্সিল প্রকৌশলী মোখলেছুর রহমান, আইডিইবি রাজশাহী জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী মেরাজুল আলম খান, কোষাধ্যক্ষ প্রকৌশলী আবু বাশির, দপ্তর সম্পাদক প্রকৌশলী ময়নুল হক, প্রচার সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী শাহীনুল হক, সমাজ কল্যাণ সম্পাদক রাহাত পারভেজসহ রাজশাহী বিভাগের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের ও বিভাগের সকল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

  • 91
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে