রাজশাহীতে টাকা দিয়ে চাকরি বঞ্চিত যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: মার্চ ৫, ২০২১; সময়: ১১:৪৭ অপরাহ্ণ |
রাজশাহীতে টাকা দিয়ে চাকরি বঞ্চিত যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরের প্রকাশ নগর গ্রামের আবু বাক্করের পুত্র রয়েল (৩৮) নামে এক যুবক শুক্রবার দুপুরে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছে। বর্তমানে রয়েল তানোর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

বিকালে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রয়েলের সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী চাকরির দেয়ার নামে গত ১০ বছর আগে ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। কিন্তু রাব্বানী চাকরি না দিয়ে ১০ বছর ধরে মাষ্টার রোলে রয়েলকে খাটায়। দীর্ঘ দিন থেকে রয়েল রাব্বানীকে পাওনা টাকার জন্য বলে আসছে। কিন্তু রাব্বানী কোন কণ্যপাত করেনি।

বর্তমানে রাব্বানী মুন্ডুমালা পৌরসভার মেয়র আর নেয়। এখন সাইদুর রহমান মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন রয়েল টাকা ফেরত চাইলে রাব্বানী টাকা ফেরত না দিয়ে বিভিন্ন রকম টালবাহানা শুরু করেন।

এদিকে রয়েলের ঘরে খাবার না থাকায় রাব্বানীর উপর রাগ করে শুক্রবার দুপুরে বিষপান করে। পরে ওর স্ত্রী বুঝতে পারলে তাকে মুমুর্ষ অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তানোর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রয়েলকে বিষমুক্ত করেন। তবে ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত আশংকামুক্ত নয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বলেন, রয়েলের কাছ থেকে চাকুরীর নামে কোন টাকা নেয়া হয়নি। আমার বিপক্ষের আওয়ামী লীগের একটি চক্র আমাকে সমাজে হেউপ্রতিপন্ন করার জন্য এসব করছে। আমি যতদিন ছিলাম তাকে মাষ্টার রোলে বেতন দিয়েছি। রয়েল একাধিকবার মাদক নিয়ে ধরা পড়েছে। তার নামে একাধিক মামলাও আছে। রয়েলকে সামনে রেখে ওই চক্র নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে।

  • 169
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে