বাঘায় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

প্রকাশিত: মার্চ ৫, ২০২১; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
বাঘায় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

পদ্মাটাইমস ডেস্ক : মাকে ভরণ- পোষণ তো দেনই-না। উপরন্তু জমি লিখে দিতে চাপ প্রয়োগের মানসিক কষ্ট সহ্য করতে না পেরে নিরূপায় হয়ে মা ছেলের নামে ভরণ পোষণ আইনে একটি অভিযোগ দায়ের করেছেন। আর এ অভিযোগ পেয়ে ঐ ছেলে মানিক উদ্দিন (৩৫) কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলায়।

অভিযোগে জানা গেছে, উপজেলার চক বাউসা এলাকার প্রয়াত মোমিন উদ্দিনের স্ত্রী হাওয়া বেগম (৬৫) ১৫ বছর পূর্বে তার স্বামীকে হারিয়েছেন। স্বামী মৃত্যুর সময় দুই ছেলে এবং দুই মেয়েসহ দুই একর পয়েন্ট ৭৩ শতাংশ জমি রেখে যান। পরবর্তীতে মেয়ে দুইটার বিয়ে দেয়া হয়। বর্তমানে এই জমি জোরপূর্বক ভোগ দখল করছেন তার বড় ছেলে মানিক।

অভিযোগ রয়েছে, মানিক ওই সম্পত্তি তার মায়ের নিকট হতে লিখে নিতে চান। কিন্তু মা এ শর্তে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে তাকে মারপিট করে মানিক। নিরূপায় হয়ে তার মা মেয়ে-জামাইকে সঙ্গে করে বাঘা থানায় ভরণ পোষণ আইনে তার ছেলের নামে একটি মামলা দায়ের করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে ভরণ পোষণ আইনে বাঘা থানায় একটি মামলা নেয়াসহ আসামি আটক করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকালে আটক আসামি মানিককে জেলহাজতে প্রেরণ করা হবে। এ ধরনের মামলা এ থানায় প্রথম লিপিবদ্ধ হলো বলেও ওসি উল্লেখ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে