গোদাগাড়ীতে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: মার্চ ৪, ২০২১; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান বিষয়ে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে তিনব্যাপি মাল্টিমিডিয়া ব্যবহার এবং অনলাইন লাইভ পদ্ধতিতে পাঠদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আফজি বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান,গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম,একাডেমিক সপারভাইজার আব্দুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে ২টি ব্যাচে মোট ৫০ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করে। প্রশিক্ষণটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর(ইউডিএফ) কর্মকর্তা শাহ মহম্মদ জাকীউল বারী।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দরকার।বর্তমানে সময়ে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে স্কুল ও কলেজসহ বিভিন্ন ধরনের ক্লাশ অনলাইনে হচ্ছে।তাই প্রশিক্ষণটি শিক্ষকদের বিশেষ ভুমিকা রাখবে।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে