পবায় ভোটার দিবস পালিত

প্রকাশিত: মার্চ ২, ২০২১; সময়: ৪:২৮ অপরাহ্ণ |
পবায় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় রাজশাহীর পবায় “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পবা সাব-রেজিষ্ট্রার রওশন আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন অফিসার সামশুন্নাহার, দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বাক্কার, আনসার ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দিন, সমবায় কর্মকর্তা আবুল কাসেম, জেলা পরিষদের সদস্য শিউলি রানী প্রমুখ।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে