ডিজিটাল আইন বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে

প্রকাশিত: মার্চ ১, ২০২১; সময়: ৮:১১ অপরাহ্ণ |
ডিজিটাল আইন বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে বিতর্কিত ৫৭ ধারা বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

এসব বিতর্কিত আইনের ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজ লুটেরা-দুর্নীতিবাজদের কব্জায় চলে যাচ্ছে গতকাল সোমবার (১ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে বিশিষ্ট ভাষাসৈনিক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সাইদ উদ্দীন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীর স্বরণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, ভাষাসৈনিক সাইদ উদ্দীনের সন্তান রবিউদ্দীন আহমেদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন প্রমূখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, ভাষা সৈনিক সাইদ উদ্দীন আহমদের স্মৃতিকে ধারণ করেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। বিতর্কিত আইন কানুনের ফলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হুমকির মুখে। যেখানে ব্যাংক ডাকাতরা জামিন পায়, সেখানে লেখক মোস্তাকের মতো মানুষদের তথাকথিত আইসিটি আইনে দীর্ঘদিন কারাগারে বন্দী থেকে প্রাণ হারাতে হয়। যা খুবই দুঃখজনক। অনতিবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান বক্তারা।

এ দিনের স্মরণ সভায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য ইকবাল হাসান টাইগার, রাকিবুল হাসান শুভ, হানিফ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে