রাজশাহীতে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: মার্চ ১, ২০২১; সময়: ৭:৩৫ অপরাহ্ণ |
রাজশাহীতে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী থেকে জেলা ও আন্তঃজেলাসহ দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুর থেকেই পূর্ব ঘোষণা ছাড়াই এ বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

তবে বাস ও পরিবহন মালিকরা বলছেন, মঙ্গলবারে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় সমাবেশের কারণে রাজশাহীর সাথে সব জেলা ও উপজেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট জেলার পরিবহন মালিকরা। একইভাবে রাজশাহী থেকেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না। মূলত বিএনপির সমাবেশের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার থেকে যথারীতি বাস চলাচল করবে।

আগামী ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিএনপির অভিযোগ, এই সমাবেশে লোক সমাগম ঠেকাতে বাস বন্ধ করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এখন পর্যন্ত আমাদের বিভাগীয় সমাবেশের জায়গা দেয়া হয়নি। এর ওপর বাস বন্ধ রাখা হয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হবে। জনস্রোত ঠেকাতেই এ কাণ্ড ঘটানো হয়েছে।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মঙ্গলবার রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হবে হবে। যতই বাধা দেয়া হোক না কেন। গাড়ি বন্ধ করা হলেও আমাদের লোকরা সমাবেশে আসবে।

তবে বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শ্রমিক নেতার ওপর হামলার পাশাপাশি নিরাপত্তার কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার দুপুরে সময় সংবাদককে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মাহাতাব হোসেন চৌধুরী বলেন, আমাদের কর্মসূচি আগে থেকে দেয়া আছে। তারপরও আমাদের মালিক, শ্রমিক ও গাড়ির নিরাপত্তার জন্য গাড়ি বন্ধ রাখা হয়েছে।

বগুড়ায় মালিক শ্রমিক নেতার ওপর হামলাকারীকে গ্রেফতার না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

  • 269
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে