পুঠিয়া-বাগমারা মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
পুঠিয়া-বাগমারা মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ থেকে পুঠিয়া মহাসড়কের অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে রাস্তাটির ফলক উন্মোচন করা হয়। উক্ত কাজের উদ্বোধন করেন রাজশাহী-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

সড়ক ও জনপথ অধিদপ্তর, রাজশাহী কাজটি বাস্তবায়ন করছে। রাস্তাটির কাজের উদ্বোধন উপলক্ষে গোডাউন মোড়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহার সভাপতিত্বে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাগমারা থেকে পুঠিয়া রাস্তাটির কাজ শেষ হলে উপজেলাবাসীর উন্নয়নের দ্বার উন্মেচিত হবে। দ্রুত সময়ের মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবে। এতে সময় এবং অর্থ দুই কম লাগবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই কাজ শেষ হয়ে যায় না। রাস্তাটির রক্ষণাবেক্ষণের কাজ সবাইকে করতে হবে। রাস্তার পাশে অপরিকল্পিত ভাবে দোকানপাট, মৎস্য চাষ থেকে বিরত থাকতে হবে। রাস্তার ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। এটা শুধু সরকারের সম্পদ না এটা সবার সম্পদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তর, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। এসময় উপস্থিত ছিলেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু প্রমুখ।

পুঠিয়া হতে বাগমারার ভবানীগঞ্জ পর্যন্ত ২৭ কিলোমিটার এই মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তকরণ প্রকল্পে ব্যয় হবে ১৩০ কোটি টাকা। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ কয়েক বছর থেকে যানচলাচল সহ লোকজনের ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

 

 

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে