রাজশাহীতে ছাত্রীদের উত্ত্যক্তের জেরে গভীর রাতে সংঘর্ষ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১; সময়: ১:০৫ অপরাহ্ণ |
রাজশাহীতে ছাত্রীদের উত্ত্যক্তের জেরে গভীর রাতে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মেসের ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদের জেরে গভীর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর হেতেমখা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মেসের কয়েকজন ছাত্রী কেনাকাটা করার জন্য মেস থেকে বের হয়। তারা হেতেম খা এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় কয়েকজন বখাটে যুবক তাদেরকে উত্যক্ত করে। এসময় সুইট নামে এক মুদির দোকানদার ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করে। এ নিয়ে বখাদের সাথে সুইটের বাকবিতন্ডা হয়। পরে বখাটেরা সেখান থেকে চলে যায়।

এ ঘটনার জেরে এই বখাটে যুবকরা ক্ষুব্ধ হয়ে রাত ১১টার দিকে ওই মুদি দোকানদার সুইটের বাড়িতে হামলা চালায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই দোকানদারের পক্ষের লোকজন তার বাসায় চলে আসে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিনিয় নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বখাটেদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • 123
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে