মুন্ডুমালার ১০ ভোট কেন্দ্রের ৮টিই ঝুকিপূর্ণ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১; সময়: ১১:৪৬ অপরাহ্ণ |
মুন্ডুমালার ১০ ভোট কেন্দ্রের ৮টিই ঝুকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থীর ৩০ জানুয়ারি লড়াই হবে ত্রিমুখি। আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী (নৌকা) আমির হোসেন আমিন, বিএনপির মনোনীত দলীয় প্রার্থী (ধানের শীর্ষ) ফিরোজ কবীর, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান (জগ)।

বুধবার বিভিন্ন এলাকায় প্রচারণার সময় প্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। বুধবার প্রচারণার শেষে দিন। তিন প্রার্থীর ত্রিমুখি লড়ায়ে এবার মুন্ডুমালা পৌর এলাকায় ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন প্রসাশন। তবে ৩ জন মেয়র প্রার্থীর নিজ নিজ লোকজন নিজেদের ক্ষমতা বলে কেন্দ্র দেখবাহাল করবে বলে জানা গেছে।

এদিকে, প্রসাশনের পক্ষ থেকে তানোর উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ভোট কেন্দ্রে যদি কেউ কোন অপ্রিতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না।

মুন্ডুমালা পৌরসভা এলাকার ১০টি কেন্দ্রের পুরুষ-মহিলা মিলে ৫৩টি বুথে ভোটাররা ভোট দিবেন। মুন্ডুমালা পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৫১ জন।

জানা গেছে, মুন্ডুমালা পৌরসভা ১০টি কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো, পাঁচন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়, চুনিয়াপাড়া হাজী একতার আলী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্ডুমালা সাদিপুর মহিলা দাখিল মাদ্রাসা, মুন্ডুমালা সাদিপুর মহিলা ডিগ্রী কলেজ, টেটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতপুকুরীয়া উচ্চ বিদ্যালয়, ময়েনপুর উচ্চ বিদ্যালয়।

অপরদিকে, মুন্ডুমালা পৌর এলাকার সাধারণ ঝুকিপূর্ণ চিহ্নিত হয়েছে চিনাসো আলিম মাদ্রাসা, জোতগরীব সরকারী প্রাথমিক বিদ্যালয়।

তানোর থানা ওসি রাকিবুল হাসান বলেন, মুন্ডুমালা পৌরসভার ১০টি কেন্দ্রের মধ্যে ৮টি ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। পৌর এলাকায় নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। আশা করছি ভোটের দিন পর্যন্ত সবকিছু ঠিক থাকবে। আমরা প্রসাশনের লোকজন সবসময় সজাক রয়েছি।

তানোর উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, মুন্ডুমালা পৌরসভা নির্বাচন আশা করছি সুষ্ঠ হবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচন যেন সুষ্ঠ হয় সেজন্য আমি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।

  • 52
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে