রাজশাহীতে তেল কম দেয়ায় পাম্প মালিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১; সময়: ১১:৪২ অপরাহ্ণ |
রাজশাহীতে তেল কম দেয়ায় পাম্প মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএসটিআইর অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে মেসার্স কিসমত ফিলিং স্টেশন, এয়ারপোর্ট রোড, ওমরপুর, রাজশাহীর ৩টি ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে তেল সরবরাহ কম দেয়ায় আদালতে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

জয়পুরহাট সদরের বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিস্কুট পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মেসার্স সনি বেকারী, কলাবাগান, সদর, জয়পুরহাটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রতিক কুমার কুন্ডু এবং সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা ইঞ্জিনিয়ার রকিবুল হাসান রিপন, ফিল্ড অফিসার (সিএম) এবং কামরুল পলাশ, পরিদর্শক (মেট)।

  • 2.7K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে