এমপি এনামুল হকের সাথে রাকাবের উপ-ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ৮:৫৫ অপরাহ্ণ |
এমপি এনামুল হকের সাথে রাকাবের উপ-ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিস এর সাথে এনা গ্রুপের চেয়ারম্যান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে তাঁদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে মুজিববর্ষের ব্যাচ পরিয়ে দেন রাকাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক। সেই সাথে ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে খোঁজ খবর নেন এমপি এনামুল হক। সাক্ষাৎকালে এমপি এনামুল হক বলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এরই মধ্যে প্রত্যন্ত এলাকায় শাখা স্থাপন করে গ্রামীণ অর্থনীতির চাকাকে বেগমান করেছে। গ্রামের কৃষকরা সহজেই কৃষি ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদী ঋণ নিয়ে আর্থনৈকিত ভাবে লাভবান হচ্ছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মূলত কৃষকের ব্যাংক হিসেবে পরিনত হয়েছে। কৃষকের অর্থনৈতিক উন্নয়ন ঘটলে দেশের উন্নয়ন সম্ভব। তাই কৃষক যেন ঋণ নিতে আসলে হয়রানির শিকার না হয়। গ্রামীণ উন্নয়নে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেই সাথে সাধারণ মানুষের মাঝে কাজ করায় সুনাম অর্জন করেছে। আগামীতে এই অর্জন ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

  • 82
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে