পুঠিয়ায় ট্রাক ও ইমার মুখোমুখি সংর্ঘষে আহত ১৩

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ৮:৩৮ অপরাহ্ণ |
পুঠিয়ায় ট্রাক ও ইমার মুখোমুখি সংর্ঘষে আহত ১৩

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও সিএনজি চালিত ইমার মুখোমুখি সংর্ঘষে ১৩ জন আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘন্টা যানবহন চলাচল বন্ধ ছিলো।

আহতরা হলেন, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার জুলহাস (৫০), তারাপুর এলাকার আকসার (৫০), ঝলমলিয়া এলাকার জুলহাস (৪৫), বানেশ্বর এলাকার মিতু (২০) ও ফজিলা (২৫), নাটোর জেলার সদর থানার মাটিয়াপাড়া এলাকার মোছাঃ হালিমা (৫০), একই এলাকার মমেনা (৫০), তকিয়া ঢালান এলাকার মিলন (২৫), তকিয়া এলাকার ইমার ড্রাইভার মিলন (২৫), জয়পুরহাটের মোছাঃ জোসনা (৪৫) ও আশেদা (৫০), নওগাঁ জেলার পাহারপুর এলাকার কল্পনা (৪০) এবং বাশেরপুর এলাকার আমিনা বেগম (৪০)।

জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়ার আজরাইলের মোড়ে রাজশাহী গামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৩০১২) সাথে বিপরীত মুখী নাটোর গামী সিএনজি চালিত ইমার মুখোমুখি সংর্ঘষে চালকসহ ১৩ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে ইমা গাড়ীর ভিতরে আটকাপাড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে