বাগমারায় মহিলাদের জন্য আইজিএ প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ৫:৪৫ অপরাহ্ণ |
বাগমারায় মহিলাদের জন্য আইজিএ প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ’র) উদ্বোধন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ১০ম ব্যাচে ৩ মাস মেয়াদী টেলরিং ও ব্লক বাটিকের উপরে প্রশিক্ষণ প্রদান করা হবে।

সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

এ সময় উপস্থিত ছিলেন টেইলারিং প্রশিক্ষক নাজহাত সুলতানা, ব্লকবাটিক প্রশিক্ষক রবিউল ইসলাম সহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মচারীবৃন্দ। টেলারিং এ ২৫ জন এবং ব্লববাটিক এ ২৫ জন মোট ৫০ জনকে ১০ ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে মহিলা বিষয়ক অফিসার সূত্রে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে