পবায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
পবায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা বাস্তবায়ন হলো সমগ্র দেশ জুড়ে। শনিবার সারা দেশের ন্যায় রাজশাহীর পবার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল অকতারের সভাপতিত্বে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এ প্রকল্পের মনিটরিং অফিসার মুহাম্মদ শরিফুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা এলজিইডির প্রকৌশলী সাদরুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক।

উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা। এই উপজেলায় ৪৭ গৃহহীন ও জমিহীন পরিবার এসব বাড়ি পেলেন।

এই প্রকল্পের মাধ্যমে যারা আগে অন্যের জমিতে ছাউনি করে কাটিয়েছেন। যাদের ছিলনা বাড়ি করার মতো জায়গা জমি। মুজিববর্ষে পুনর্বাসিত হচ্ছে সেই সকল উপকারভোগী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাঁকা ঘর নির্মাণ করা হচ্ছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে দুটি কক্ষ একটি রান্নার জায়গা ও একটি টয়লেট।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে