চারঘাটে ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১; সময়: ৪:০১ অপরাহ্ণ |
চারঘাটে ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মুজিব শতবর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ঘর বিতরণ এর শুভ উদ্বোবধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প দুর্যোগ সহনীয় গৃহনির্মাণে গ্রামীন অবকাঠামো কাবিটা কর্মসূচীর আওতায় সরকারী ২ শতাংশ খাস জমিতে তৈরি এই আধা পাকা ঘরের জমির বন্দোবস্ত দলিল ১৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারদের হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘর হস্তান্তরের সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরি, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল অফিস ডিজিএম মোক্তার হোসেনসহ ইউপি চেয়ারম্যান ও উপকারভোগীগণ।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে