বাঘায় বিশিষ্ট ব্যবসায়ীর কম্বল বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১; সময়: ৪:৫১ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় শীতার্ত ১০০জন মানুষকে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার দিঘা বাজারের পাট ও কাপড়ের বিশিষ্ট ব্যবসায়ী ময়েন উদ্দীন নিজস্ব অর্থায়নে এই সব কম্বল বিতরণ করেন।
বুধবার দিঘা বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ময়েন উদ্দিন, ১নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ, আবুল কালাম, আজিজল হক, নেকবর আলী প্রমুখ।
8