বাগমারার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১; সময়: ১:২৩ অপরাহ্ণ |
বাগমারার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় চারতলা ভিত্তি বিশিষ্ট মাদ্রাসার প্রথম তলার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। গ্রামবাসীদের ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসার নির্মাণ করা হচ্ছে। ২০১৯ সালে আনুষ্ঠানিক ভাবে এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিরা মিলে ইসলামী শিক্ষায় শিশুদের গড়ে তুলতে দারুল উলুম হাফেজিয়া মাদ্রসা স্থাপন করেন।

মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক এমপি এনামুল হকের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান,ওয়ার্ড আ’লীগের সভাপতি খলিলুর রহমান, দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হুজুর হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, অত্র মাদ্রাসার সভাপতি মাওঃ আফসার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আলহাজ্ব ইদ্রিস আলী, কফিল উদ্দীন, রহিমুদ্দীন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা সুন্দর ভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে। গ্রামবাসী সহ এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে