বঙ্গবন্ধু সহস্রাব্দের শ্রেষ্ঠ মনীষী বই প্রকাশ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১; সময়: ৯:২০ অপরাহ্ণ |
বঙ্গবন্ধু সহস্রাব্দের শ্রেষ্ঠ মনীষী বই প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশ কৃত স্মারকগ্রস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহস্রাব্দের শ্রেষ্ঠ মনীষী।

স্মারকগ্রস্থের প্রকাশনা উপলক্ষ্যে বিভিন্ন স্থান থেকে একই সাথে মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বর্তমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক; বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র অ্যাড. এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আবদুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাবি শাখার সভাপতি প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য হাসান ঈমাম সুইট, সাধারণ সম্পাদক আ.স.ম. শিবলী শিহাব।

উল্লেখ্য, স্মারকগ্রস্থের সম্পাদনা পরিষদের প্রধান সম্পাদক প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম এবং সম্পাদক আ.স.ম. শিবলী শিহাব।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে