তানোরে ৫২ প্রার্থীর প্রার্থীতা বৈধ, ঋন খেলাপির কারনে ১ কাউন্সিলরের প্রার্থীতা বাতিল

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
তানোরে ৫২ প্রার্থীর প্রার্থীতা বৈধ, ঋন খেলাপির কারনে ১ কাউন্সিলরের প্রার্থীতা বাতিল

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ঋন খেলাপির কারনে ১ কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল করে ৫২ প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তানোর উপজেলা পরিষদ হররুমে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সুস্মিতা রায়সহ ৪ জন মেয়র প্রার্থী ১৪ জন সংরক্ষিত কাউন্সলর ও ৩৫জন কাউন্সিলর প্রার্থীসহ প্রার্থীদের প্রস্তাবকারী সমর্থনকারীসহ স্থানীয় সাংবাদিক ও সুধিজন।

তানোর সভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন ও কাউন্সিলর পদে ৩৫ জন ৫৩জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

এর মধ্যে ১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় ৫২জন প্রার্থী নির্বাচনে প্রতিযোগীতা করবেন।

তবে, আগামী ২৬ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৪ ই ফেব্রুয়ারী তানোর পৌর সভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে