শনিবার কাকনহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১; সময়: ৮:৫৬ অপরাহ্ণ |
শনিবার কাকনহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে

মুক্তার হোসেন, গোদাগাড়ী : শনিবার দ্বিতীয় ধাপে কাকনহাট পৌরসভার নির্বাচন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর নির্বাচনে ১৩ টি ভোট কেন্দ্র গিয়ে ১৩ হাজার ৩২৫জন ভোটার ইভিএমে ভোট প্রদনি করবেন।

ভোট কেন্দ্র গুলি হচ্ছে ১ নং ওয়ার্ডের ঘিয়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাচঁগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্য্যালয়, ২নং ওয়ার্ডে কাকনহাট মহাবিদ্যালয়, ৩নং ওয়ার্ডে সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডে তালাই সুরশুনীপাড়া প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডে মহাদেবপুর তিলাহারী প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডে কাকনহাট ফাজিল মাদ্রাসা, ৭নং ওয়ার্ডে কাকনহাট উচ্চ বিদ্যালয়, ৮ নং ওয়ার্ডে নুন্দাপুর প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর কমেদ পুর প্রাথমিক, ৯ নং ওয়ার্ডে ব্রাক্ষ্যমানগ্রাম প্রাথমিক বিদ্যলয়।

সহকারি রিটানিং অফিসার ও উপজেলা কর্মকর্তা মসিউর রহমান বলেন, শুক্রবার সকাল থেকেই প্রতিটি কেন্দ্র ভোট গ্রহনের জন্য ইভিএম মেশিন নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পৌছেছেন।গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, আনসার ও পুলিশ প্রতিটি কেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রটেরে নেতৃত্বে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্র সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন করতেই ম্যাজিস্ট্রট দায়িত্ব পালন করছে। এদিকে ময়র পদে তিনজন, ৯ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বীনতা করছে।

মেয়র প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগের এ, কেএম আতাউর রহমান খান (নৌকা প্রতিক), বিএনপির হাফিজুর রহমান (ধানের শীষ) প্রতিক, জাতীয় পাটির রুবন হোসেন (লাঙ্গল প্রতিক)। তবে নৌকা ও ধানের শীষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা জানান।

 

 

  • 63
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে